ভাঙা পা সারিয়েই ক্লাব ক্রিকেটে অর্ধশতরান ম্যাক্সির, ভারতের বিরুদ্ধে দলে ফিরবেন?
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চোট থেকে ফিরে ফের ক্লাব ক্রিকেট খেলতে শুরু করেছেন। এবং ক্লাব ক্রিকেটে দাপটের সঙ্গে হাফ সেঞ্চুরি করে ভারত সফরের দলে ঢোকার অন্যতম দাবীদার হয়ে উঠেছেন। পা ভেঙে দীর্ঘ দিন ২২ গজের বাইরে ছিলেন তিনি।…