সময়ের আগেই সেটে পৌঁছতেন অমিতাভ-রজনীকান্ত, লাঞ্চের আগে দেখা মিলত না গোবিন্দার
‘যোধা আকবর’, ‘গদর এক প্রেম কথা’, ‘পারিন্দে’, ইত্যাদি ছবি খ্যাত প্রযোজক এবং স্টান্ট ডিরেক্টর রবি দেওয়ান তাঁর দীর্ঘ কেরিয়ারে একাধিক তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। এঁদের মধ্যে আছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, গোবিন্দা প্রমুখ।…