খলিস্তান প্রসঙ্গে দিলজিৎকে ‘পুলিশের’ হুমকি কঙ্গনার! কড়া জবাব দিলেন পঞ্জাবি গায়ক
কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে এর আগেও একবার ‘তু তু ম্যায় ম্যায়’ হয়ে গিয়েছিল কঙ্গনা রানাওয়াত ও দিলজিৎ দোসাঞ্জের। বুধবার ফের বোঝা গেল সেই লড়াই থামেনি। বরং ঝামেলার রেশ একটা থেকেই গিয়েছিল। এবার তো সোজাসুজি পঞ্জাবের এই গায়ককে গ্রেফতারের হুমকি…