IPL-এ সবথেকে দামী ওভার আর্শদীপের, খরচ পড়ল ৬০ লাখ টাকা!
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে দু'বার মিডল স্টাম্প ভেঙে দেন আর্শদীপ সিং। সেই দুই উইকেটের পাশাপাশি ২০ তম ওভারে মাত্র দু'রান দেন। পঞ্জাব কিংসকে ১৩ রানে জিতিয়ে দেন। তবে দু'স্টাম্প ভেঙে দিয়ে আইপিএলের লাখ-লাখ টাকার টাকা খসিয়ে দিলেন…