খুকুমণির বিহান ফিরছে ‘হরগৌরী পাইস হোটেল’ নিয়ে, গল্পে ‘তোমায় আমায় মিলে’র ছোয়াঁ?
দিন কয়েক ধরেই টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, ছোট পর্দায় প্রযোজক হিসাবে কামব্যাক করছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। স্টার জলসায় খুব শীঘ্রই ‘তোমায় আমায় মিলে’-এর রিবুট ভার্সন নিয়ে ফিরবেন তাঁরা। জল্পনা সত্যি করে বুধবার প্রকাশ্যে এল…