কী কাণ্ড! বিয়ের পর হানিমুনে যেতে পারবেন না ভিকি-ক্যাটরিনা?
গত মাস দুয়েক ধরে 'ভিক্যাট' এর বিয়ে নিয়ে চর্চা পৌঁছেছে উন্মাদনায়। আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফ। রাজস্থানের ৭০০ বছর পুরোনো রাজকীয় দুর্গ সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তেই হচ্ছে বিয়ে। আপাতত এই…