‘আমি না গেলেও ছবি মুক্তি পাবে’, বরফির প্রচারে না থাকা নিয়ে সাফাই দিলেন কৌশিক সেন
টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছেন বাংলা সিনেমা ‘বরফি’র পরিচালক শৌভিক দে। তাঁর দাবি এই উঠতি পরিচালকের সিনেমার প্রচারে অংশ নিচ্ছেন না কৌশিক। এদিকে চুক্তিপত্রে লেখা ছিল প্রচারে ভাগ নেওয়ার কথা। সেটি সাইন…