‘আমি কিন্তু বলিনি’, করবা চৌথে ক্যাটরিনাকে বিশেষ চমক দিতে জানেন কী করেছে ভিকি?
বিয়ের পর প্রথম করবা চৌথ বেশ ধুমধাম করে পালন করেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বিদেশি বহুরানির দেশি লুক নিমেষে মন জয় করে নেয় সোশ্যাল মিডিয়ার। শুধু স্বামীর সঙ্গে নয়, শ্বশুর আর শাশুড়ির সঙ্গেও ছবি শেয়ার করেন। গোলাপি রঙেপ শাড়ি পরেছিলেন…