বন্ধের মুখে ‘মেয়েবেলা’! রাগ কমছেই না রূপার, ‘আমাকে বাড়ি থেকে ডেকে অপমান করেছে’
একমাস ধরে নানা টালবাহানা। তবে শেষরক্ষা হল না। বুধবার হয়ে গেল ‘মেয়েবেলা’র শেষ দিনের শ্যুট। খবর ছড়িয়ে পড়তেই মন খারাপের রেশ দর্শকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় মনখারাপের পোস্ট করেছেন ধারাবাহিকের পরিচালক ইতিমধ্যেই। বুধবার রাতেই একটি পোস্ট করেন…