জি বাংলার আসন্ন মেগায় স্নেহার নায়ক ‘অনুরাগের ছোঁয়া’র কবীর, মানালির বিপরীতে কে?
‘নকশি কাঁথা’ সিরিয়ালে নায়িকা এবং খলনায়িকার ভূমিকায় দর্শক দেখেছে মানালি দে ও স্নেহা চট্টোপাধ্যায়কে। তবে এবার ওলোট-পালোট হচ্ছে সবকিছু। স্টার ছেড়ে এবার জি বাংলার পর্দায় দেখা যাবে ‘ফুলঝুরি’ মানালি মণীশা দে-কে। নতুন ইনিংসের প্রস্তুতি শুরু করে…