বড় পরদাতেই আসছে রানির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’, অল্প ক’দিনের অপেক্ষা!
পরবর্তী ছবি মুক্তির জন্য তৈরি রানি মুখার্জি। ২০২২ সালে মুক্তি পাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। মঙ্গলবারই ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। ছবি নিয়ে টুইট করেছেন ফিল্ম অ্যানালিসিস্ট তরণ আদর্শও।
অসীমা ছিব্বর পরিচালিত এই ছবির…