‘যশ কাকুর মৃত্যুর পর’, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে নাড়িয়ে দিয়েছে আদিত্যকে?
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে এক মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি। মায়েরা সন্তানদের জন্য কতদূর পর্যন্ত যেতে পারে সেটাই এই ছবি দেখাবে। আর এমন দৃঢ়চেতা, সাহসী এক চরিত্র করার জন্য মায়ের থেকেই সাহস পেয়েছেন বলে জানালেন রানি…