খালি গা, মাথায় ডেডলক, কপালে ছাই! শিবরূপী অক্ষয় মর্তে এলেন ভক্ত পঙ্কজের ডাকে
সব অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল অক্ষয় কুমার-এর ওএমজি ২-এর টিজার। এই ছবিতে ভগবান শিব হিসেবে দেখা যাবে খিলাড়ি কুমারকে। আর শিবের পরম ভক্ত পঙ্কজ ত্রিপাঠি। ‘ওহ মাই গড ২’-এর টিজার শেয়ার করে অক্ষয় ইনস্টাগ্রামে লিখলেন, ‘রাখ বিশ্বাস’…