‘সমর্থকেরা দেখেছেন, আমার দল কতটা লড়াই করেছে’, একই ঘ্যানঘ্যান করলেন SC EB কোচ
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও জেতা হল না এসসি ইস্টবেঙ্গলের। কোনও মতে তারা ড্র করল। তাও পেনাল্টি থেকে গোলের সৌজন্যে। ১ পয়েন্ট পাওয়ায় আইএসএল তালিকার লাস্টবয় হয়েই থাকল তারা। বিরতিতে ০-১ পিছিয়ে পড়লেও পেনাল্টি থেকে আন্তোনিও পেরোসেভিচ সমতা…