ফোনে কথা হয়েছে, এখন ভালো অবস্থা পন্তের, ODI বিশ্বকাপে খেলতে পারবেন, আশায় ধাওয়ান
গত বছরের শেষের দিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন ভারতীয় পুরুষ দলের ক্রিকেটার ঋষভ পন্ত। ভারতীয় দলের এই নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটার গুরুতর চোট পান। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। শুধু লিগামেন্টেই নয়, শরীরের একাধিক জায়গা চোট লাগে…