GT vs MI- শুভমন গিলের ইনিংস দেখে কেন উদাস হয়ে গেলেন হর্ষ ভোগলে?
যেন প্রতিদিনই মহাকাব্য রচিত হচ্ছে। এ যেন শুভমন যুগ আর সেই মেটাভার্সের বাসিন্দা আমরা। শুক্রবার আমদাবাদেও পাঁচবারের চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিল গুজরাট, নেপথ্যে সেই শুভমন। ব্যাকরণ বিধি মেনে নিঁখুত তুলির আঁচড়ে ৬০ বলে ১২৯ রান করে মহাকাব্যের…