KKR-এর ম্যাচে ২ প্রধানের জার্সি পরে মাঠে ঢোকায় বাধা- ক্ষোভ উগরে CAB-কে চিঠি EB-র
কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেনে লখনউ সুপার জায়ান্টস মোহনবাগানের রঙে রাঙিয়ে খেলতে নেমেছিল। তারা ম্যাচটি মেরুন জার্সি পরে খেলতে নেমেছিল। তবে সেই ম্যাচে আবার মেরুন জার্সি পরে খেলা দেখতে আসে বেশ কিছু অনুরাগীকে মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়।…