উইকেটকিপারের সঙ্গে ষাঁড়ের মতো গুঁতোগুঁতি, তবু ক্যাচ ছাড়লেন না দয়াল- ভিডিয়ো
পারস্পরিক বোঝাপড়ার লেশমাত্র চোখে পড়েনি। একই ক্যাচ ধরার জন্য উইকেটকিপারের সঙ্গে দৌড় শুরু করেন শর্ট ফাইন-লেগ ফিল্ডার। বল দু'জনের মাঝামাঝি জায়গায় ছিল। কল করেননি কেউ। বলের দিকে নজর ছিল কিপার ও ফিল্ডার দু'জনেরই। যথা সময়ে বলের নাগালে পৌঁছে…