জোড়া গোল করলেন, গোল করালেন, মেসির ছোঁয়ায় ফুল ফোটাচ্ছে ইন্টার মায়ামি
জিততে ভুলে যাওয়া ইন্টার মায়ামিকে একেবারে বদলে গেল লিওনেল মেসির ছোঁয়ায়। মেসি দলে যোগ দিতেই যুক্তরাষ্ট্রের এই দলটি পরপর দু'টি ম্যাচে জয় ছিনিয়ে নিল। ইন্টার মায়ামির জার্সিতে মেসির দ্বিতীয় ম্যাচেও এল জয়। আর এই ম্যাচের জয়ের নায়ক সেই আর্জেন্তাইন…