গোধূলি আলাপ-এর শেষ দিনে কেঁদে ভাসান ‘নোলক’ সোমু, সেট থেকে সঙ্গে করে কী আনলেন?
যার শুরু আছে, তার শেষও থাকবে। সিরিয়ালের অভিনেতারা জানেন প্রথম থেকেই এটা। তবে মেনে নিতে কষ্ট তো হয়ই। দিনের ১৭-১৮ ঘণ্টা, সপ্তাহের ৬-৭দিন সেটে কাটানোর পর সেটাই যেন বাড়ি হয়ে যায়। আর সেটের মানুষগুলো বড়ই কাছের। গৌধূলি আলাপের শ্যুটিংয়ের শেষ…