FIFA WC 2022: আমরা ফিরবই- ফাইনালে হারের পর দিনই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এমবাপের
ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে যেন রবিবার রাতে মহাভারতের কর্ণের চরিত্রে অভিনয় করতে নেমেছিলেন। তাঁর পায়ের জাদু, দুরন্ত ছন্দ, ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস রচনা, গোটা টুর্নামেন্টে আটটি গোল করে গোল্ডেন বুট জয়- তবু তিনি মহাভারতের কর্ণের মতোই…