আর্জেন্টিনা নাকি ফ্রান্স? অর্জুন থেকে বরুণ কে কোন দলকে সমর্থন করছে জানেন?
আজ রাতে সবার নজর একটাই দিকে। আর্জেন্টিনা নাকি ফ্রান্স। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে, পাড়ার পর পাড়া সেজে উঠেছে আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের পতাকায়। তবে কেবল সাধারণ মানুষরা নন, তারকারাও এই খেলা নিয়ে ব্যাপক…