‘সত্যিকারের বন্ধু’, জন্মদিনে আবেগময় বার্তা বিরাটের, ‘চ্যাম্প’ বললেন সুনীল
দুই খেলার 'মুখ' দু'জনে। আছে দিল্লি এবং বেঙ্গালুরু ‘কানেকশন’। দু'জনের বন্ধুত্ব নেহাত কমদিনের নয়। একে অপরকে যে কতটা শ্রদ্ধা করেন, তা একাধিকবার বুঝিয়ে দিয়েছেন। সেই রেশ ধরে ‘সত্যিকারের বন্ধু’ সুনীল ছেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিরাট…