মেয়ের মোজা, খাবার, খেলনায় ভর্তি ব্যাগ! আফসোস করে আলিয়া বললেন, ‘এটা এখন রাহার’
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই বড় পর্দায় মুক্তি পাবে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। বর্তমানে তাই আলিয়া ভীষণই ব্যস্ত এই ছবির প্রচারের জন্য। কখনও দিল্লি কখনও কলকাতা তো কখনও অন্যত্র ছুটে বেড়াতে হচ্ছে তাঁকে। কিন্তু…