রুবলেভকে গুঁড়িয়ে সেমিতে জকোভিচ, করলেন নজির স্পর্শ, বিশেষ আর্জি রজারের জন্য
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ। পুরুষদের সিঙ্গলসে আন্দ্রেই রুবলেভকে স্ট্রেট সেটে হারালেন জকো। ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই তৈরি করলেন আরও একটি রেকর্ড। টপকে গেলেন আন্দ্রে আগাসিকে। অস্ট্রেলিয়া ওপেনে টানা ২৭ ম্যাচ জেতার নজির…