ফেরান্দোর কাজে নাক গলাবেন না হাবাস,এমনই দাবি মোহনবাগানের,তাতেও চাপে থাকবেন জুয়ান
ফের মোহনবাগানে ফিরেছেন আন্তোনিও লোপেজ হাবাস। সবুজ-মেরুনকে চ্যাম্পিয়ন করা কোচ বাগানের টেকনিক্যাল ডিরেক্টর। কিন্তু প্রশ্ন হল জুয়ান ফেরান্দোর ঘাড়েই কি চাপানো হয়েছে হাবাসকে?মোহনবাগানের তরফে বলা হচ্ছে, জুয়ান ফেরান্দোর কাজে কোনও রকম হস্তক্ষেপ…