ট্রফি জিততেই নতুন স্বপ্ন ঋষির! জানালেন, ‘এবার ইন্ডিয়ান আইডলের বিচারক হতে চাই’
ইউপি অযোধ্যার ছেলে ঋষি সিং রবিবার জিতে নিয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৩-এর ট্রফি। আর শো জিততে পেরে কেমন লাগছে সে বিষয়ে প্রশ্ন করা হলে এই বছর ২১-এর তরুণ জানান, ‘বিজেতা হিসেবে নিজের নাম শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। আমি সত্যিই অনেক পরিশ্রম…