অস্কারের জন্য মনোনীত ‘জয়ল্যান্ড’-এর উপর থেকে ব্যান তুলল পাকিস্তান, কবে মুক্তি?
অবশেষে ‘জয়ল্যান্ড’-এর উপর থেকে ব্যান তুলে নিল পাকিস্তান। সাইম সাদিক পরিচালিত এই ছবিটি নিয়ে দিনকয়েক ধরেই বিতর্ক চলছে। পাকিস্তান থেকে সেই ছবি অস্কারের জন্য মনোনীত হলেও দেশে সেটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান কর্তৃপক্ষ। সে দেশের তথ্য ও…