দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ‘নাটু নাটু’ গানে জমিয়ে নাচ রাম চরণের!
কাশ্মীরের শ্রীনগরে যে G20 সামিট হচ্ছে সেখানে অংশ নেন RRR খ্যাত অভিনেতা রাম চরণ। এই দক্ষিণী অভিনেতা ফিল্ম ট্যুরিজম ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড কালচারাল প্রিসার্ভেশনের অংশ হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই অনুষ্ঠানে হয়ে তাঁর সঙ্গে দেখা গেল…