কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, অজয় দেবগনের চরিত্রে অস্কারজয়ী ছবির অভিনেতা!
ভারতীয় সিনেমার জন্য গর্বের খবর। এবার কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে 'দৃশ্যম'। তামিল, তেলুগু, মালায়লম, হিন্দি সহ একাধিক ভাষায় তৈরি হয়েছে 'দৃশ্যম' ছবিটি। এবার কোরিয়ান ভাষায় এই ছবি তৈরি করা হবে এবং বিশ্বব্য়াপী এই ছবিটিকে মুক্তি দেওয়া হবে।…