বাবু হয়ে সিন্নি মাখছেন প্রসেনজিৎ, পাশে অর্পিতা! বুম্বাদার বাড়ির পুজোয় আর কী হল?
রবিবারের লক্ষ্মী আরাধনা কোন তারকার বাড়িতে কেমন করে হল এখন শুধু সেটা নিয়েই আলোচনা। আসলে একে তো ছুটির দিন, তারওপর ধনদেবীর আরাধনা বড় করে করার সুযোগ পেয়েছে বাঙালি প্রায় বছর দুই পর। একটু বেশি মাতামাতি তো হবেই। আর তারপর যদি সোশ্যাল মিডিয়ায় এমন…