কসবা রথতলার মেলায় ‘মিনি’র টিম, বেলুন ফাটালেন, বোনঝির সঙ্গে ফুচকা, রাইডে মজে মিমি
প্রতিবছর অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়ি লাগোয়া মাঠে মেলা হয়। প্রত্যেক বছর যাওয়ার প্ল্যান করলেও, তা গিয়ে ওঠা হয়না। পর্দার বোনঝি মিনির সঙ্গে পর্দার বাইরেও বেশ ভাব হয়ে গিয়েছে অভিনেত্রীর। অবশেষে এবছর বোনঝিতে সঙ্গে নিয়ে কসবা রথতলার মেলায়…