ফিরছে তারা-সাকিনা জুটি, ‘গদর ২’-এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গদর’, কবে?
২০০১ সালে মুক্তি পেয়েছি ‘গদর: এক প্রেম কথা’। সানি দেওল এবং অমিশা প্য়াটেল অভিনীত ছবি বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল। ফের ২২ বছর পর ফিরছে তারা আর সাকিনার প্রেম কথা! ২০২৩ সালে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল, যা নিয়ে অনেক প্রত্য়াশা…