অন্য শিল্পীদের বাঁচাতে মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা একা পারফর্ম করে যেত মিঠু: তোচন ঘোষ
বোধহয় বছর চল্লিশ তো হবেই। এত দিনই চিনি মিঠুকে। আজকের কথা! এখন মনেও পড়ে না, ওর সঙ্গে প্রথম বার কীভাবে আলাপ হয়েছিল। এটুকু মনে পড়ে, আলাপের পর থেকেই মনে হত, ও যেন কত দিনের বন্ধু!কখনও ওকে মুখ গোমড়া করে থাকতে দেখিনি। সব সময়েই হাসিখুশি…