সলমনের অজানা গল্প এ বার পর্দায়, কবে মুক্তি পাচ্ছে তাঁর ডক্যু-সিরিজ
ব্যর্থ প্রেম, আইনি জটিলতা, পেশাগত জীবনের ওঠাপড়া, অগাধ সাফল্য— ছবির থেকে কম বর্ণিল নয় সলমন খানের জীবন। তিনি এবং বিতর্ক যেন সমার্থক। এ হেন শিল্পীর জীবন পর্দায় ফুটে উঠবে ডক্যু-সিরিজ হিসেবে। নাম 'বিয়ন্ড দ্য স্টার'।বেশ কয়েক মাস ধরেই কাজ চলছে…