সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ICU-তে ভেসোপ্রেসার সাপোর্টে
ধীরে ধীরে উঠছিলেন সেড়ে। তবে মঙ্গলবার ফের অবনতি হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যে। এই মুহূর্তে ICU-তে নিয়ে যাওয়া হয়েছে 'গীতশ্রী'কে, রাখা হয়েছে ভেসোপ্রেসার সাপোর্টে। প্রবীণ গায়িকার স্বাস্থ্য নিয়ে স্বভাবতই চিন্তায় পরিবার ও পরিজনরা। …