সাদামাঠা সাজপোশাক উধাও! নীল স্নানপোশাকে তাক লাগলেন ‘গাঁটছড়া’র বনি
পরনে নিছকই সাদামাঠা শার্ট, ডেনিম। আর মাঝেসাঝে মাথায় একটা টুপি। বিগত কয়েক মাস ধরে 'গাঁটছড়া'য় তাঁকে এ ভাবেই দেখছেন দর্শক। বনি অর্থাৎ অনুষ্কা গোস্বামী যেন পাশের বাড়ির মেয়ে! কিন্তু পর্দার বাইরে? চেনা ছক ভেঙে তাক লাগিয়ে দেওয়ার বিদ্যা ভালোই রপ্ত…