গরমে যেন চোখের আরাম! সাদা চিকনকারি লেহেঙ্গায় আইভরের সঙ্গে সাত পাক ঘুরলেন আলানা
অনন্যা পাণ্ডের বোন, আলানা পাণ্ডে তাঁর দীর্ঘদিনের প্রেমিক আইভর ম্যাকক্রেকে বৃহস্পতিবার, ১৬ মার্চ বিয়ে করলেন। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হয়। মুম্বইতে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। তাঁদের বিয়ের থিম ছিল সাদা।…