ক্রিকেট নিয়ে বাল্কির ছবি, সেখানে ফার্স্ট লুকে মাখো মাখো রসায়ন অঙ্গদ, সাইয়ামির!
আর বাল্কির 'ঘুমার'-এর জন্য প্রথমবার জুটি বেঁধেছেন অঙ্গদ বেদী এবং সাইয়ামি খের। প্যারাপ্লেজিক স্পোর্টসপার্সনের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এই ছবি। মানব সংযোগের গভীর দিকগুলিকে গভীরভাবে তুলে ধরা হয়েছে ছবিতে। ৬ জুলাই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট…