T20I-তে সর্বোচ্চ রান, সেই ইনিংসই জীবনের অন্যতম কঠিন, আইরিশদের হারিয়ে মত স্মৃতির
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেরিয়ারের সর্বোচ্চ রান করেছেন। তারপরও মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৮৭ রানের যে ইনিংস খেললেন, সেটাকে কেরিয়ারের অন্যতম কঠিন ইনিংসের তকমা দিলেন স্মৃতি মন্ধানা। ভারতীয় তারকা ব্যাটার তথা ভারতের সহ-অধিনায়কের বক্তব্য, পিচ তেমন কঠিন ছিল না। কিন্তু আইরিশ বোলাররা যেভাবে বল করছিলেন এবং যেভাবে হাওয়া বইছিল, তাতে পরিস্থিতিটা কঠিন হয়ে উঠেছিল।
সোমবার গারবেহাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৮৭ রান করেন স্মৃতি। ভারতের অর্ধেকের বেশি রানই আসে স্মৃতির ব্যাট থেকে। ভারত যেখানে ১৫৫ রান তোলে, সেখানে স্মৃতিই ৮৭ রান করেন। তাও বড় শট মারতে গিয়ে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। সেই ইনিংসের জন্য অবশ্য ম্যাচের সেরা হওয়া আটকায়নি স্মৃতির। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মৃতি বলেন, ‘আঙুল ঠিক আছে। আমার জীবনের অন্যতম কঠিন ইনিংস। উইকেট তেমন (কঠিন ছিল না)। কিন্তু হাওয়ার সঙ্গে ওরা যেভাবে বল করছিল, তাতে পুরো বিষয়টা ভয়ঙ্কর হয়ে উঠেছিল।’
আরও পড়ুন: IND W vs IRE W T20 World Cup: ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে জিতে সেমিফাইনালে ভারত
কঠিন পরিস্থিতির মধ্যেও শেফালি বর্মার সঙ্গে প্রথম ছ’ওভারে ৪২ রান তোলেন স্মৃতি। শেফালি ও স্মৃতির প্রথম উইকেটের জুটিতে ৯.৩ ওভারে ভারতের ৬২ রান ওঠে। সেই পার্টনারশিপের বিষয়ে ভারতের সহ-অধিনায়ক স্মৃতি বলেন, ‘আমরা একে অপরকে বলছিলাম (শেফালির সঙ্গে কথাবার্তা) যে আমাদের নিজেদের ছন্দে ধরে রাখতে হবে। আমি বাজেভাবে ব্যাটিং করছিলাম এবং ঠিকভাবে বল টাইমিং করতে পারছিলাম না।’
আরও পড়ুন: T20 World Cup 2023 Latest Points Table: ভারতের গ্রুপ থেকে সেমির ২ দল নিশ্চিত, প্রথম কে? দেখুন বিশ্বকাপের পয়েন্ট তালিকা
স্মৃতি আরও বলেন, ‘আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। মাঠে ব্যাপক হাওয়া দিচ্ছিল। ওরা (আয়ারল্যান্ডের বোলাররা) যে গতিতে বল করছিল, সেটার সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হত। বড় রান করে সেমিফাইনালে (মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে পৌঁছে গিয়েছে ভারত) পৌঁছে যাওয়ার বিষয়টা বেশ ভালো। ইংল্যান্ড ম্যাচটা আমরা যেরকমভাবে চেয়েছিলাম, সেরকমভাবে নিজেদের মেলে ধরতে পারেননি।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here