T20 World Cup 2022: আমাদের হয়ে কাজটা শ্রীলঙ্কাই করে দেবে- আশায় ম্য়াক্সওয়েলরা
শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। অ্যাডিলেড ওভালে এই গুরুত্বপূর্ণ ম্যাচে চার রানে কোনও রকমে জয় পেয়েছে অস্ট্রেলিয়া দল। এই জয়ের ফলে, এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার আশা তাদের এখনও টিকে রয়েছে। তবে সব কিছু তাদের হাতে নেই। তাদের নির্ভর করতে হবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর।
শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ শেষে ম্যাক্সওয়েল স্বীকার করে নিয়েছেন, ম্যাচটা খুব ক্লোজ হয়ে গিয়েছিল। আফগানিস্তান যে ভালো ক্রিকেট খেলেছে, তাও এক বাক্যে স্বীকার করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: ৪ রানে জয়- উচ্ছ্বাস নেই, রয়েছে হাহুতাশ, অজিদের ভাগ্য এখন লঙ্কার হাতে
ম্যাচটা খুব ক্লোজ হয়ে গিয়েছিল কিনা এই প্রশ্নের উত্তরে গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই সেটা হয়েছিল। আফগানিস্তান খুব ভালো খেলেছে। তারা প্রতিটা শট খুব পরিষ্কার ভাবে মেরেছে। পাওয়ারপ্লেতে খুব ভালো ভাবে শুরু করেছিল তারা ।পরবর্তীকালে যদিও আমরা ম্যাচে ফিরে আসি। একেবারে শেষ দিকে এসে ফের ওরা মারতে শুরু করেছিল।’
তার করা রান আউট, ক্যাচ ম্যাচে কতটা প্রভাব ফেলেছে, তার উত্তরে ম্যাক্সওয়েল বলেন, ‘ফিল্ডিংয়ে প্রভাব ফেলা সব সময় গুরুত্বপূর্ণ। আমি জানতাম আমি এ দিন খুব বেশি বোলিং পাবো না। গোটা দিন ধরেই উইকেটটা খুব স্লো ছিল। আমাদেরকে একটা সম্মানজনক স্কোর করতেই হতো। যাতে করে এই ম্যাচটা জেতার সুযোগ আমাদের সামনে থাকে। ওরা ভালো বোলিং করেছে । ফলে প্রথম দিকে আমরা সেই ভাবে খুলে খেলতে পারিনি।’
আরও পড়ুন: দলের প্রস্তুতি সেই ভাবে ছিল না- ঘুরিয়ে ম্যানেজমেন্টকে দায়ী করে নেতৃত্ব ছাড়লেন আফগান অধিনায়ক নবি
ইংল্যান্ড- শ্রীলঙ্কা ম্যাচের উপর ঝুলে রয়েছে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ভাগ্য। সেই ম্যাচ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘ওই ম্যাচটা আমরা অবশ্যই দেখবো। এই পরিস্থিতিতে পড়ার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা আশা করব, আমাদের হয়ে কাজটা শ্রীলঙ্কা করে দেবে।’
প্রসঙ্গত এ দিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান দল ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানে আটকে যায়। ফলে চার রানের ব্যবধানে একটি টানটান উত্তেজনার ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের হয়ে গুলবাদিন নায়েব ৩৯ রান করেন। রশিদ খান ঝোড়ো ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেও দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি।
For all the latest Sports News Click Here