T20 World Cup: ক্যাচ ছেড়ে ম্যাচ হারালেন রিজওয়ান, অধিনায়কের ভুলে হারতে হল UAE-কে
ক্যাপ্টেনের ভুলে ম্যাচ হাতছাড়া হল আমিরশাহির। নাহলে অল্প রানের পুঁজি নিয়েও টি-২০ বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসকে কোণঠাসা করেছিল তারা। গুরুত্বপূর্ণ সময়ে অতি সহজ ক্যাচ ছাড়েন আমিরশাহির দলনায়ক রিজওয়ান।
রবিবার টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নামে এ-গ্রুপের দু’টি দল সংযুক্ত আরব আমিরশাহি ও নেদারল্যান্ডস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আমিরশাহি। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১১ রান তোলে। টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়লেও তাদের লোয়ার অর্ডারে ধস নামে।
চিরাগ সুরি ১২, মহম্মদ ওয়াসিম ৪১, কাশিফ দাউদ ১৫ ও ভৃত্য অরবিন্দ ১৮ রান করেন। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। রিজওয়ান ১ রান করে আউট হন।
ডাচদের হয়ে বাস ডি’লিড ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২টি উইকেট তোলেন ফ্রেড ক্লাসেন। এছাড়া ১টি করে উইকেট নেন টিম প্রিঙ্গল ও ভ্যান ডার মারউই।
পালটা ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস একসময় ১৩.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৬ রানে দাঁড়িয়েছিল। জুনাইদ সিদ্দিকি ১৪তম ওভারের প্রথম ও তৃতীয় বলে আউট করেন টম কুপার ও ভ্যান ডার মারউইকে। তবে ওভারের পঞ্চম বলে প্রিঙ্গলের সহজ ক্যাচ ছাড়েন রিজওয়ান। শূন্য রানে আউট হওয়ার বদলে প্রিঙ্গল শেষমেশ ১৫ রানের মূল্যবান যোগদান রাখেন।
নেদারল্যান্ড শেষমেশ মাত্র ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় তুলে নেয়। তারা ১৯.৫ ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১২ রান সংগ্রহ করে। বিক্রমজিৎ সিং ১০, ম্য়াক্স ও’দাউদ ২৩, বাস ডি’লিড ১৪, কলিন অ্যাকারম্যান ১৭, টম কুপার ৮ ও স্কট এডওয়ার্ডস অপরাজিত ১৬ রান করেন।
জুনাইদ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন বাসিল হামিদ, আয়ান খান, কার্তিক মেইয়াপ্পান ও জাহুর খান। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডি’লিড।
For all the latest Sports News Click Here