T20 WC 2022: ফ্রাইলিঙ্ক-স্মিত ঝড়, লঙ্কার বিরুদ্ধে ১৬৩ করে বিশ্বরেকর্ড নামিবিয়ার
১৪.২ ওভারে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল নামিবিয়া। সেখান থেকে জ্যান ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিথের ঝড়ে সপ্তম উইকেটে নামিবিয়া যোগ করে ৭০ রান। তাও মাত্র ৩৪ বলে। সেই সঙ্গে তারা গড়ে ফেলে নয়া নজির। শ্রীলঙ্কার বিরুদ্ধে অ্যাসেসিয়েট দলের করা সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোরের রেকর্ড গড়ল নামিবিয়া। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভার শেষে নামিবিয়ার স্কোর ৭ উইকেটে ১৬৩ রান।
আরও পড়ুন: T20 WC-এর জন্য ১৬ দলের একাদশ বাছল ICC, ভারতীয় দল থেকে বাদ পড়ল তিন বড় নাম
নামিবিয়ার আগে ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানিস্তান করেছিল ৭ উইকেটে ১৫৩ রান। সেটাই ছিল এত দিন রেকর্ড। তারও আগে ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কানাডা করেছিল ১৩৮ রান। ২০০৯ সালে আয়ারল্যান্ড করেছিল ৭ উইকেটে ১৩৫ রান। তবে এ দিন সকলকে ছাপিয়ে গেল নামিবিয়া।
আরও পড়ুন: T20 WC-এ ভারতের এক্স-ফ্যাক্টর হবে ও-তারকা ব্যাটারকে নিয়ে বড় বাজি ধরছেন হিটম্যান
টস হেরে প্রথম ব্যাট করতে নেমে একের পর এক উইকেট ধারাবাহিক ভাবে হারাতে থাকে নামিবিয়া। দলের ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। এরপর ১৬, ৩৫- একের পর এক উইকেট পড়তে থাকে। ১৫তম ওভার চলাকালীন ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়েছিল তারা। কিন্তু সেখান থেকে ম্যাচে ফেরান ফ্রাইলিঙ্ক এবং স্মিত। ২৮ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে অবশ্য শেষ বলে রান আউট হন। তবে স্মিত ১৬ বলে ৩১ করে অপরাজিত থাকেন। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা করে ১৬৩ রান।
শ্রীলঙ্কার হয়ে প্রমোদ মদুশান নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন দুষমন্ত চামেরা, মহেশ থিকসানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং চামিকা করুণারত্নে।
For all the latest Sports News Click Here