T20 WC 2022: নেটেই আগুনে মেজাজ, কার্তিককে ক্লিন বোল্ড করলেন শামি, ভাইরাল ভিডিয়ো
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে পাবে না ভারত। চোটের জন্য ছিটকে গিয়েছেন বুমরাহ। তাই টুর্নামেন্টে তাঁর বদলি হিসেবে মহম্মদ শামিকে বেছে নিয়েছেন নির্বাচকেরা। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর থেকে তিনি কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। প্রায় এক বছর পর ফের আবার ভারতের টি-টোয়েন্টি দলের অংশ হয়েছেন শামি।
আরও পড়ুন: কোভিড পজিটিভ হলেও ICC-র মেগা ইভেন্টে খেলতে বাধা নেই প্লেয়ারদের
তবে শামি করোনায় আক্রান্ত হওয়ার কারণে তাঁকে নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ফিটনেস টেস্টে পাস করে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন তিনি। গাব্বায় ভারতীয় দলের সঙ্গে যোগও দিয়েছেন তিনি।
কিন্তু বুমরাহর পরিবর্ত হিসেবে শামিকে দলে নেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। স্বাভাবিক ভাবে নিজেকে প্রমাণ করার জন্য এই বিশ্বকাপটা শামির কাছে বড় চ্যালেঞ্জের। সোমবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে ভারত। সম্ভবত শামিও এই ম্যাচ খেলবেন।
আরও পড়ুন: T20 WC-এর জন্য ১৬ দলের একাদশ বাছল ICC, ভারতীয় দল থেকে বাদ পড়ল তিন বড় নাম
তার আগের দিন রবিবার শামিকে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, নেটে উইকেট-রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে আগুনে গতিতে বল করছেন শামি। তাঁর বলে দীনেশ কার্তিক একটি স্কুপ শট খেলতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান। আর এই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে বেশ চর্চাও চলছে। শামি ছাড়াও যুজবেন্দ্র চাহাল এবং হার্ষাল প্যাটেলকেও বোলিং করতে দেখা গিয়েছে।
নির্বাচকেরা গত বছর বিশ্বকাপের পর থেকে মহম্মদ শামিকে টি-টোয়েন্টি দলের বাইরে রেখেছিলেন। তাঁর জায়গায় অন্য বোলারদের খেলানো হচ্ছি। এমন কী এ বারের বিশ্বকাপের মূল টিমেও জায়গা হয়নি তাঁর। রিজার্ভে ছিলেন তিনি। আইপিএলে ভালো পারফরম্যান্স করার পরেও তাঁর ভাগ্যের শিকে ছেড়েনি। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে বুমরাহের চোটের কারণে ছিটকে গেলে, বাধ্য হয়ে শামিকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু বুমরাহ নয়, দীপক চাহারও চোটের জন্য দল থেকে বাদ পড়েছে।
For all the latest Sports News Click Here