T20 WC 2022-তে Ind vs Pak ম্যাচে বাবরকে আউট করবে কে? ক্রিকেটারের নাম বললেন রায়না
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে বাবর আজমকে আউট করবেন কে? বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তিনি যেই ক্রিকেটারের নাম নিয়েছেন, সেই ক্রিকেটারের কাছে ১৩টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সুরেশ রায়না ভবিষ্যদ্বাণী করে বলেছেন, এই বোলারই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে আউট করবেন।
২৩ অক্টোবর, রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচ শুরু হতে এখন ৪৮ ঘণ্টারও কম সময় বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে এই ম্যাচ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই তালিকায় ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নাও রয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সম্পর্কে বড় ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
আরও পড়ুন… অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের ভরসা শ্রীরাম! শাকিবরা কি অজি ভূমিতে ইতিহাস লিখতে পারবে?
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে গত সপ্তাহ থেকে ১৬ অক্টোবর। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে চারটি দল সুপার-১২ খেলার যোগ্যতা অর্জন করেছে। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় লেগ শুরু হবে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ২৩ অক্টোবর MCG-তে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে, এটি সুপার 12-এর গ্রুপ 2-এর প্রথম ম্যাচও হবে। দ্য কুইন্টের সঙ্গে কথা বলার সময় বাবর আজমের প্রশংসা করেছিলেন সুরেশ রায়না। কিন্তু তিনি মনে করেন যে ভারতের বিরুদ্ধে ম্যাচে ভারতের তারকা বোলার আর্শদীপ সিং আউট করতে পারেন বাবর আজমকে।
আরও পড়ুন… কী কারণে এত খারাপ ফল? ভুলটা আসলে কোথায় হয়েছে সেটাই বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক
বাবর আজমকে দুর্দান্ত ব্যাটসম্যান হিসাবে বর্ণনা করেছেন। এরপরে তাঁকে জিজ্ঞাসা করা হয় এই দুর্দান্ত ম্যাচে বাবরকে কোন ভারতীয় বোলার আউট করতে পারেন? এর উত্তরে নিজের মত জানিয়েছেন সুরেশ রায়না। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘সে একজন ভালো অধিনায়ক এবং সত্যিই একজন ভালো ক্রিকেটার। সে তার দলের জন্য সত্যিই ভালো করেছে। কিন্তু আশা করি যখন সে আমাদের বিরুদ্ধে খেলতে আসবে, তখন আর্শদীপ সিং তাঁকে আউট করে দেবে।’ আর্শদীপ সিং ভারতের হয়ে মাত্র ১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন এবং এই সময়ের মধ্যে মোট ১৯টি উইকেট নিয়েছেন তিনি।
For all the latest Sports News Click Here