T20 WC 2021: জানেন কি ভারত-পাকিস্তান ম্যাচের আগে চাপ কাটাতে আফ্রিদিকে ‘কল’ করেছিলেন আফ্রিদি!
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। এটি ছিল আইসিসি বিশ্বকাপে (ওডিআই, টি-টোয়েন্টি) দুই দলের মধ্যে ১৩তম ম্যাচ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১২টি ম্যাচের সবকটিতেই জিতেছিল ভারত। তবে পাকিস্তানের এই হারের ধারা ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাকিস্তানের পেস বোলার শাহিন আফ্রিদি। দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফ্রিদি ৩১ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন এবং ম্যান অব দ্য প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন। ওপেনার রোহিত শর্মা (০), কেএল রাহুল (৩) ও বিরাট কোহলির (৫৭) উইকেট শিকার করেছিলেন শাহিন শাহ আফ্রিদি।
ভারতের সামনে আফ্রিদি হয়তো দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু ম্যাচের আগে তার অবস্থা খুব একটা ভালো ছিলনা। শাহিন সম্পর্কিত এই বড় রহস্য ফাঁস করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। শাহিদ জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচে নামর আগে শাহিন তাকে ‘ভিডিয়ো কল’ করেছিলেন। সামা টিভিতে কথোপকথনে শাহিদ আফ্রিদি বলেন, ‘ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগে শাহিন আমাকে ভিডিয়ো কল করেছিলেন। সে বলে যে, আমি একটু চাপ অনুভব করছি। আমরা প্রায় ১১-১২ মিনিট কথা বললাম। আমি তাকে বলেছিলাম যে ঈশ্বর তোমাকে পারফর্ম করার সুযোগ দিয়েছেন। আপনি উইকেট পান এবং নায়ক হন। আল্লাহর রহমত ছিল এবং শাহিন ঠিক তাই করেছে।’
এছাড়াও আফ্রিদি তার খেলার দিনগুলোর কথাও মনে করেছেন। যখন পাকিস্তান ও ভারতের মধ্যে ম্যাচ ছিল। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার তাঁর ক্যারিয়ারে ৩৯৮টি ওয়ানডে এবং ৯৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। শাহিদ বলেন, ‘আমার কথা বললে আমরা সারারাত ঘুমাতেও পারিনি। আমরা ম্যাচের জন্য অপেক্ষা করছিলাম। কিছু খেলোয়াড় তাদের নিজস্ব জোনে যাবে কিন্তু আমি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ভাবতাম ভারতের বিরুদ্ধে কবে খেলব? দুই দলের মধ্যেই ম্যাচ নিয়ে ব্যাপক উত্তেজনা থাকত। কেউ ক্রিকেট পছন্দ না করলেও টেলিভিশনের সামনে বসে থাকত।’
For all the latest Sports News Click Here