T20 WC-এর মাঝেই প্রকাশ্যে 2023 IPL নিলামের সময়সূচি-কবে কোথায় হবে,জানুন বিস্তারিত
টিম ইন্ডিয়া বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে।এবং বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। এর মাঝেই ক্রিকেট ভক্তদের উন্মাদনা বাড়ানোর জন্য আরও একটি বড় খবর জানা গিয়েছে। ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য নিলাম হতে পারে ডিসেম্বরে। এটি একটি মিনি নিলাম হবে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ১৬ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হতে পারে। আর সেটা হবে সম্ভবত বেঙ্গালুরুতে। যদিও বিসিসিআই এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
আরও পড়ুন: T20 WC-র প্রথম দিনেই বড় অঘটন, এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারাল অখ্যাত নামিবিয়া
আইপিএলের ১৬তম আসর শুরু হওয়ার বিষয়ে পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে মার্চের শেষ সপ্তাহে ২০২৩ আইপিএলের আসর বসতে পারে। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, এ বারের আইপিএল পুরোনো ফর্ম্যাটেই আয়োজন করা হবে। এর মানে দলগুলোকে নিজেদের মাঠে অর্ধেক ম্যাচ খেলতে হবে এবং অর্ধেক অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে।
নিলামে প্রতিটি দলের বাজেট হবে ৯৫ কোটি টাকা। গত বছরের চেয়ে ৫ কোটি বেশি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। তবে দলগুলোর বাজেটও নির্ধারণ করা হবে, তারা কতজন খেলোয়াড় ধরে রেখেছে, তার উপর। তাই মিনি আইপিএলের পর দলগুলোর পরিস্থিতি এ বার কী দাঁড়ায়, সেটা দেখার আগ্রহ ক্রিকেট প্রেমীদের মধ্যে নেহাৎ কম নয়।
আরও পড়ুন: ফ্রাইলিঙ্ক-স্মিত ঝড়, লঙ্কার বিরুদ্ধে ১৬৩ করে বিশ্বরেকর্ড নামিবিয়ার
খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডো সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। পরের মরশুমে কোনও খেলোয়াড়কে এখনও দলে রিটেন করা হয়নি। নিলাম প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহ আগে পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে বলে খবর।
২০২২ আইপিএলের পরে অনেক দলের খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছিল। এমন পরিস্থিতিতে এই আইপিএলে অনেক বড় বেচা-কেনা হতে পারে। অনেকে টিম ছাড়তে পারেন। প্রথমে শোনা গিয়েছিল রবীন্দ্র জাদেজাও এই মরশুমে চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছেন। এখন আবার অন্য কথা শোনা যাচ্ছে। দল ছাড়ার ক্ষেত্রে উঠে আসছে গুজরাট টাইটান্সের শুভমান গিল-এর মতো খেলোয়াড়দের নাম।
For all the latest Sports News Click Here