T20 WC-এর প্রথম রাউন্ড থেকে ক্যারিবিয়ানদের বিদায়ে বিস্মিত, হতাশ কায়রন পোলার্ড
শুভব্রত মুখার্জি: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দু’বার টি-২০ বিশ্বকাপের খেতাব জয়ের নজির রয়েছে তাদের। যে দলে ক্রিস গেইল, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেলদের মতন পাওয়ার হিটাররা খেলেছেন। সুনীল নারিনের মতন স্পিনাররা ২২ গজ কাঁপিয়েছেন, সেই দলই কিনা চলতি টি-২০ বিশ্বকাপের সুপার-১২ রাউন্ডেই পৌঁছাতে পারল না! এই নিয়ে বিশেষজ্ঞ থেকে ক্রিকেট সমর্থক সকলের বিস্ময় রয়েছে। আপ ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ডের গলাতে তো রীতিমতো হতাশা।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিককে,অক্ষরের বদলে হয়তো যুজি
কায়রন পোলার্ড মনে করেন, এর দায় নিতে হবে সমস্ত স্টেকহোল্ডারদের। দু’বারের চ্যাম্পিয়ন দল এ বারদুই ম্যাচে হেরে বসে থাকে অপেক্ষাকৃত দুর্বল টিমের কাছে। প্রথম ম্যাচে সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে হারার পরে, আয়াল্যান্ডের কাছে হার। যার ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকেই ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের এক রেডিও স্টেশন আই ৯৫.৫ এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে কায়রন পোলার্ড জাতীয় দলের এই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘কিছুটা হলেও বিস্মিত হয়ে গেছি। এটা ভেবে বিস্মিত হচ্ছি যে, ওয়েস্ট ইন্ডিজের মতন দল অন্য দলগুলোর সঙ্গে লড়াই করে কোয়ালিফায়ারের লাইন টপকে সুপার-১২ পর্যায়ে পৌঁছাতে পারেনি।’
আরও পড়ুন: ভারতের জন্য জাহির যা করেছে, সেটা করার ক্ষমতা রাখে আর্শদীপ- প্রাক্তন ছাত্রে মুগ্ধ কুম্বলে
তিনি আরও যোগ করেন, ‘তবে পাশাপাশি এটা ও ঠিক যে এই পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমাদের দেশে ক্রিকেটটা ঠিক কোন জায়গায় রয়েছে। সেটা আমি বুঝতে পারি। আমি ওদের (ক্রিকেটারদের) জায়গাটা বুঝতে পারছি। ওদের কি কড়া ভাষায় আক্রমণ সহ্য করতে হবে সেটাও বুঝতে পারছি। তবে পুরোটা কিন্তু ওদের ও দোষ নয়।আমাদের একজন তরুণ অধিনায়ক রয়েছে। আমাদের ক্রিকেটাররাও নবীন। টি-২০ ক্রিকেটে তারা কয়েকটা মাত্র ম্যাচ খেলেছে। তার পরেই ওরা বিশ্বকাপ খেলতে এসেছে। এর পর আমি বসে বসে শুধু হাসি। আর মনে করি, গত বছর যখন কয়েক জন ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছিল, সেটা কী ঠিক করা হয়েছিল। আমরা যখন এই তরুণ ক্রিকেটারদের রক্ষা করার চেষ্টা করেছিলাম, বলেছিলাম ওরা বিশ্বকাপের জন্য প্রস্তুত নয়, তখন আমাদেরকে তুলোধুনো করা হয়েছিল।’
For all the latest Sports News Click Here