T20 WC-এর পরেই শ্রীলঙ্কা সফরে যাবে আফগানিস্তান, ওয়ানডে সিরিজ খেলবেন রশিদরা
শুভব্রত মুখার্জি
অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে ব্যস্ত ক্রিকেট বিশ্বের ১৬টি দেশ।১৬ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে ২২ গজের লড়াই। শিরোপার এই লড়াইয়ে রয়েছে এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কা। সেই সঙ্গে আছে আফগানিস্তানও। অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপের আসর শেষ হলেই, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মাটিতে পা রাখবেন রশিদ খানরা। সেখানেই একটি ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মহম্মদ নবির নেতৃত্বাধীন শ্রীলঙ্কা টিম।
আরও পড়ুন: ওয়ার্ম আপ ম্যাচে ধোনির মতো হেলিকপ্টার শট রাহুলের,কড়া জবাব দিলেন কামিন্সও-ভিডিয়ো
আজ অর্থাৎ সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘আফগানিস্তান দল ২২ নভেম্বর শ্রীলঙ্কা সফরে আসছে।’ উল্লেখ্য এই সিরিজটি খেলা হওয়ার কথা ছিল সামনের বছর অর্থাৎ ২০২৩ সালে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও, তা এগিয়ে আনা হয়েছে তিন মাস আগে। দুই দেশের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার দেখার পরেই বোর্ড কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিরিজটি এগোনোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। গোটা সিরিজটি খেলা হবে ক্যান্ডিতে। ২৫,২৭ এবং ৩০ নভেম্বর খেলা হবে তিনটি ম্যাচ।
আরও পড়ুন: ICC প্রেস কনফারেন্স দেখে Game of Thrones-এর কথা মনে পড়ে গেল রোহিত শর্মার-ভিডিয়ো
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই সকলকে চমকে দিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা দল। ফাইনালে পাকিস্তান দলকে হারায় তারা। তবে চলতি বিশ্বকাপের সুপার -১২ তে সরাসরি জায়গা পায়নি শ্রীলঙ্কা দল। তাদেরকেও লড়াই করতে হচ্ছে সুপার-১২ তে আসতে। আর সেখানেই একেবারে প্রথম ধাপেই ধাক্কা খেয়েছে তারা। নামিবিয়ার কাছে প্রথম ম্যাচে ৫৫ রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছে তাদের। ২০২৩ সালেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আসর বসবে ভারতে। ফলে এই সিরিজের মধ্যে দিয়ে নিজেদের দল গুছিয়ে নেওয়ার দিকে লক্ষ্য থাকবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলেরই।
For all the latest Sports News Click Here