T20 WC-এর টিম নির্বাচন নিয়ে সমালোচনা বেঙ্গসরকার-আজহারের, পাল্টা জবাব গাভাস্করের
একটি সিরিজ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একটি বড় মাপের টুর্নামেন্টের জন্য যখন দল ঘোষণা করা হয়, তখন প্রতিটা দেশকেই নানা সমালোচনা, বিশ্লেষণ, কাটাছেঁড়া- এ সবের মধ্যে দিয়ে যেতে হয়। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি এই সপ্তাহের শুরুতে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করার পর থেকে একই রকমের সমালোচনার, বিশ্লেষণের মুখোমুখি হচ্ছে। মহম্মদ আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকারের মতো অভিজ্ঞরা নির্বাচকদের উপর ক্ষোভও উগড়ে দিয়েছেন। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর তাঁদের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন।
আরও পড়ুন: ধোনির পর ভারতের সেরা ফিনিশার কে জানেন? পরিসংখ্যান দেখলে চমকে যাবেন
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার পরেই প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমান হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন দাবি করেন যে, দুই খেলোয়াড়কে বাদ দেওয়া তাঁকে বিস্মিত করেছে। তিনি টুইটে লিখেছিলেন, ‘মূল দল থেকে শ্রেয়স আইয়ার এবং মহম্মদ শামিকে বাদ দেওয়ায় বিস্মিত। দীপক হুডার পরিবর্তে শ্রেয়স আইয়ার এবং হার্ষাল প্যাটেলের জায়গায় শামি আমার পছন্দ হবে।’
প্রাক্তন প্রধান নির্বাচক বেঙ্গসরকার ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে তাঁর সাক্ষাৎকারে ভারতের টিম নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আবার শামি এবং উমরান মালিক এবং শুভমন গিলকে দলে নেওয়ার বিষয়ে সরব হন। বলেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মহম্মদ শামি, উমরান মালিক এবং শুভমান গিলকে বেছে নিতাম। ওরা আইপিএলেও ভালো খেলেছে।’
আরও পড়ুন: তৃণমূল স্তরে কোচিং করাব, তবে ভারতীয় দলে আর নয়- কেন এমন দাবি করলেন রবি শাস্ত্রী?
গাভাস্কর অবশ্য এই সমালোচনা করা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, টিম নির্বাচনের পর এত সমালোচনা হলে, সেটা দলের প্লেয়ারদের নিরাশ করতে পারে। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে, এই দলটি, কিছুটা ভাগ্য সঙ্গ দিলে, যেটা সব টিমের ক্ষেত্রে দরকার, ট্রফি ঘরে তুলতে পারে। একবার দলটি নির্বাচিত হয়ে গেলে, এটি আমাদের ভারতের দল এবং আমাদের সকলকে এটিকে সমর্থন করতে হবে। আমাদের নির্বাচন এবং বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। কারণ এটি কিছু খেলোয়াড়দের নিরাশ করতে পারে।’
ভারতকে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপে পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করতে হবে। এ ছাড়া বাছাই পর্ব থেকে যোগ্যতা অর্জন করা ২টি দল থাকবে, যার সিদ্ধান্ত এখনও হয়নি।
For all the latest Sports News Click Here